নতুন মোবাইল কিনছেন, সাবধান! হতে পারেন এই প্রতারণার শিকার?

অনলাইনে মোবাইল কেনেন? বা বাড়ির সামনের কোনো চেনা দোকান থেকে কয়েকবার মোবাইল কিনেছেন? অথচ, যেভাবে পার্ফরম্যান্স দেয়ার কথা তা দিচ্ছে না। দু’একজন আবার বলেও দিলেন আপনাকে, ”আমাদের মোবাইলটারও একই অবস্থা।” তাই আর কিছু না ভেবেই বিশ্বাস করে নেয়া বর্তমান যুগের মোবাইল ফোনের মানই কমে গেছে তাই এই পরিস্থিতি।

অথচ, এই প্রতিবেদনটি লেখার আগে একটি ভিডিও দেখার পর বুঝতে পারলাম আসল ঘটনাটি কী? কেনো আমাদের মোবাইলটির আয়ু এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে? দাম দিয়ে কিনেও অল্প কিছুদিন পর থেকেই দেখা দিচ্ছে নানা সমস্যা। বলা হচ্ছে বিশ্বজুড়ে নানা সংস্থা পুরনো মোবাইল ফোনকে নতুন মোরক দিয়ে তা প্যাকিং করে বাজারে ছেড়ে দিচ্ছে। আর তা ক্রেতাদের হাতে আসতেই অল্প দিনের মধ্যেই আয়ু ফুরিয়ে যাচ্ছে।

নিজে চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। কীভাবে এই কাজ চলছে বিশ্বের নামিদামী ব্র্যান্ডের মোবাইলগুলিতে।



মন্তব্য চালু নেই