নতুন মডেলের বিএমডব্লিউ গাড়ি পাচ্ছেন মার্গারিটা মামুন
অলিম্পিকে স্বর্ণপদক জয়ী মার্গারিটা মামুনকে অর্থ পুরস্কারের সঙ্গে নতুন গাড়ি, ফ্ল্যাটসহ অনেক কিছুই দেবে রাশিয়ান সরকার।
এর প্রথম পদক্ষেপ হিসেবে বিশ্ব বিখ্যাত বিএমডব্লিউ’র এক্স সিক্স মডেলের গাড়ি পাচ্ছেন বাংলাদেশী বংশোদ্ভুত এই অলিম্পিক গোল্ড মেডেলিস্ট।
স্বপ্নের পদক নিয়ে বুধবার তিনি রিও থেকে মস্কোর বাসায় ফেরেন।
মস্কো থেকে মার্গারিটার ফুপাতো ভাই নওরোজ খান চ্যানেল আই অনলাইনকে জানান, বাসার আসার পরপরই সরকারের তরফ থেকে গাড়ি পাওয়ার তথ্য পান তারা। ইতিমধ্যে এর কিছু আনুষ্ঠানিকতা সেরেছেন মার্গারিটা।
বিখ্যাত ব্র্যান্ড বিএমডব্লিউ’র এক্স সিক্স মডেলটি পাবেন অলিম্পিকের রিদমিক জিমন্যাসটিক্সে গোল্ড মেডেল বিজয়ী মার্গারিটা মামুন। তবে বিলাস বহুল এ গাড়ির চাবিটি মার্গারিটার হাতে আসতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই