নতুন বছরে তিন ছবিতে চুক্তিবদ্ধ অরিন
চলচ্চিত্রাঙ্গনে ইতিমধ্যেই ব্যস্ত শিল্পীদের কাতারে চলে গেছেন চিত্রনায়িকা অরিন। তার অভিনীত ‘ফিফটি ফিফটি লাভ’ এবং ‘আমার সিদ্ধান্ত’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।
এ ছাড়াও নতুন করে ৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তাই নতুন বছর ব্যস্ততা নিয়েই শুরু হতে যাচ্ছে অরিনের জন্য।
ভিন্ন ধরনের কাহিনী নিয়ে চলচ্চিত্র তিনটি দর্শকদের মনে সাড়া জাগাবে বলেই নায়িকার বিশ্বাস। এর মধ্যে ব্যতিক্রমধর্মী ছবি ‘পথে পথে যুদ্ধ’। মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দুঃসাহসী অভিযানের ইতিহাস উঠে আসবে এই সিনেমায়।
এ ছাড়া মোহাম্মদ আসলামের পরিচালনায় দুটি ছবি ‘আরও আগে কেন দেখা হলো না’ এবং ‘সমাধান’ ছবি দুটির কাজ নতুন বছরের প্রথমেই শুরু হবে। ‘আরও আগে কেন দেখা হলো না’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন তানভীর অনু। এ ছাড়াও আছেন অমিত হাসান। জানুয়ারির প্রথম দিনটি থেকেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর ‘সমাধান’ ছবিতে অরিনের নায়ক ইমন।
মন্তব্য চালু নেই