নতুন বছরের পরীমনির ‘কত স্বপ্ন কত আশা’
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরী মনি অভিনীত চলচ্চিত্র ‘কত স্বপ্ন কত আশা’ আগামী ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
নতুন বছরে এটিই পরী অভিনীত মুক্তি পেতে যাওয়া প্রথম চলচ্চিত্র। সিনেমাটিতে পরীর বিপরীতে রয়েছেন অভিনেতা বাপ্পী চৌধুরী।
সিনেমার গল্পে দেখা যাবে, ভালো একজন শিল্পী হতে চান পরী ব্যানার্জি। তবে এই শিল্পী হতে গিয়ে সমাজের নানা কুচক্রী মহলের হাতে পড়তে হয় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করেন নায়ক বাপ্পী চৌধুরী।
ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা ওয়াকিল আহমেদ। ওয়াহেদ রহমান প্রযোজিত পরী মনি, বাপ্পী ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, সেলিম, ডিজে সোহেল ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর বলাকা সিনেমা হলে এ ছবির প্রিমিয়ার অনুষ্ঠান হবে।
মন্তব্য চালু নেই