নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রের মৃত্যু
বাড়ি ফেরা হলো না পলাশের (১৫)। নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় মৃত্যু হয়েছে তার।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশ উপজেলার বড়থৈ গ্রামের হাফিজুলের ছেলে। সে মান্দার কুশুম্বা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র।
মান্দা থানার পরিদর্শক (ওসি) জানান, দুপুরে স্কুল থেকে নতুন বই নিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল পলাশ। পথে কুশুম্বা পাকা রাস্তায় একটি ইটবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় বিকেল সাড়ে ৩টায় মান্দা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই