নতুন প্রেমে মজেছেন রোনালদো!
ফুটবল ছাড়া যেমন ক্রিস্টিয়ানো রোনালদোকে কল্পনা করা যায় না, তেমনি প্রেম ছাড়াও নয়।
ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর রোনালদোর বেশ কয়েকটি প্রেমের গুঞ্জন শোনা যায়। এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন রোনালদোর এজেন্ট জর্গে মেন্ডিসের মেয়ে মারিসা। সম্প্রতি তাকে রোনালদোর সঙ্গে ঘনিষ্ট হতে দেখা গেছে।
পর্তুগালের বেশ কয়েকটি ম্যাগাজিন ছবিসহ রোনালদোর নতুন প্রেমের বিষয়টি প্রকাশ করেছে। তাদের মতে সম্প্রতি এজেন্ট মেন্ডিসের জন্মদিনে আস্ত একটি দ্বীপ উপহার দেন রোনালদো। তার উপর সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমায়ও রোনালদো তার এজেন্ট মেন্ডিসকে প্রশংসায় ভাসান। তাকে তিনি বাবা, ভাই ও অভিভাবক হিসেবে উল্লেখ করেন।
অনেকের ধারণা বাবাকে পটিয়ে মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে যাচ্ছেন রোনালদো। এবং সেই মিশনে অনেকটাই সফল পর্তুগিজ সুপারস্টার। ইতিমধ্যে মেন্ডিসের মেয়ের সঙ্গে ডেটিং শুরু করেছেন রিয়াল মাদ্রিদ তারকা।
মন্তব্য চালু নেই