নতুন প্রজন্মকে যুগোপযোগী করার আহ্বান শিক্ষামন্ত্রীর
নতুন প্রজন্মকে মানবিক গুণাবলিসম্পন্ন দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুতে আইসেসকোর (ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) সাধারণ সম্মেলনের ১২তম অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
তিনি বিভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতি ও আদর্শের মধ্যে ভুল বুঝাবুঝি নিরসনে আইসেসকোর সদস্য দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনের আজ উদ্বোধন করেন আজারবাইজান প্রেসিডেন্ট আলিয়েভ। সভায় আরো বক্তব্য রাখেন আইসেসকোর মহাপরিচালক ড. আব্দুল আজিজ ওসমান আল্টওইজরি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধি দলে আরো রয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের সচিব মঞ্জুর হোসেন।
মন্তব্য চালু নেই