নতুন ধারাবাহিক নাটকে জেনি

নাটক নিয়ে নিয়মিতই ব্যস্ত আছে অভিনেত্রী জেনি। একক নাটকে বেশি দেখা গেলেও ধারাবাহিক নাটকে খুব একটা দেখা যায় না তাকে। তবে সম্প্রতি ‘জীবনের রঙ’ শিরোনামে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করলেন তিনি। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা নাসিম সাহনিক। ইত্তেফাক

ধারাবাহিক নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘ধারাবাহিক নাটকে অনেকটা সময় ধরে কাজ করতে হয়। তাই খুব বেশি ও নিয়মিত ধারাবাহিক নাটক করা হয় না। তবে এই নাটকটিতে আমার চরিত্র পছন্দ হয়েছে। চরিত্রের লোভ সব অভিনয়শিল্পীরই থাকে। আমিও চেয়েছি হয়তো এই চরিত্রটি করে আমি স্বাচ্ছন্দবোধ করবো। কাজ করেও ভালো লেগেছে।’

এখনকার নাটক ও গল্প প্রসঙ্গে জেনি আরও বলেন, ‘আমি সবকিছুই ইতিবাচকভাবে দেখি। আমাদের নাটকের মান বরাবরই ভালো। দুই-একটা মানহীন গল্পের নাটক থাকাটা স্বাভাবিক। এতে হতাশার কিছু নেই।’

‘জীবনের রঙ’ নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আদনান ফারুক হিল্লোল, দোলন দে, মিষ্টি মারিয়া, নীরব, মুনিয়া ইসরাম, কথা, রুবেল, মিতুল প্রমুখ। নাটকটি প্রযোজনা করছেন আপন রানা।

শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটির প্রচার শুরু হবে।



মন্তব্য চালু নেই