নতুন দুই চলচ্চিত্রে সায়মন
নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সায়মন সাদিক। দুটি ছবিতেই তাকে প্রেমিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
প্রেমিক চরিত্রেই মানান সই সায়মন সাদিক। শুরুটাও হয়েছিল প্রেমিকের চরিত্রেই। ‘জি হুজুর’ ছবিতে তাকে প্রেমিক হিসেবেই দেখা গেছে। আর সায়মনের সবচেয়ে জনপ্রিয় ‘পোড়ামন’ ছবিতেও তিনি অভিনয় করেছেন প্রেমিক হিসেবেই।
রোমান্সের বাইরে যেতেই পারছেন না সায়মন। কারণ পরিচালক প্রযোজকরা তাকে লাভার বয় হিসেবে দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবার আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।
শাহীন সুমন পরিচালিত ‘প্রেম বলে কিছু নেই’ ছবিতে সায়মনের বিপরীতে এক নতুন নায়িকাকে দেখা যাবে। শওকত পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ ছবিতে সায়মনের নায়িকা পরী মনি।
এ প্রসঙ্গে সায়মন বলেন, ‘দুটি ছবিই রোমান্টিক গল্পের। খুব শীঘ্রই ছবি দুটির কাজ শুরু হবে। আর পরিচালক প্রযোজকরা চায় বলেই রোমান্টিক চরিত্রে অভিনয় করতে হয়।’
‘নদীর বুকে চাঁদ’ ছবিতে সায়মন ও পরী মনিকে একই কলেজের স্টুডেন্ট হিসেবে দেখা যাবে, তারা নানা ধরনের রিয়ালিটি শো করে বেড়ান, প্রেম করেন এমনই চরিত্রে অভিনয় করবেন তারা।
মন্তব্য চালু নেই