নতুন দিনে নতুন আশা ক্রিকেটারদের

বৈশাখ ছুঁয়ে গেছে ব্যাট-বলের যোদ্ধাদেরও। নতুন বছরের শুরুতে নতুন পথচলার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

রিয়াদ চলন্ত গাড়িতে বসে নতুন পাঞ্জাবি পরা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ‘শুভ সকাল, শুভ নববর্ষ! নতুন বছরে শুরু হোক নতুন পথচলা।’

তামিম ইকবাল সকালে তার ভেরিফাইড ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৩।’

মুশফিক শুভেচ্ছা জানিয়েছেন রাতেই। ভূমিকম্পের পর আল্লাহ’র কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘নতুন দিনে দোয়া করি যেন আগামী বছর আল্লাহ্‌ আমাদের সবাইকে সুস্থ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত রাখেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা! শুরু হোক নতুন পথচলা!’

সাকিব আল হাসান ভারতে থাকলেও নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।’



মন্তব্য চালু নেই