নতুন ঝামেলায় জড়ালেন আফ্রিদি

বোর্ডের অনুমতি ছাড়া বিজ্ঞাপনে অংশ নেওয়ায় নতুন ঝামেলায় জড়ালেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। নিয়ম ভঙ্গ করায় বোর্ড থেকে কারণ দর্শানো নোটিশ পেয়েছেন এই অলরাউন্ডার।

শুধু আফ্রিদিই নন, পাকিস্তানের আরো চার ক্রিকেটার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। অপর চার ক্রিকেটার হলেন মোহাম্মদ ইরফান, ফাওয়াদ আলম, আনোয়ার আলি ও ওয়াহাব রিয়াজ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ চলাকালে মূল স্পন্সর ‘হেয়ার’ কোম্পানির একটি বিজ্ঞাপনে অংশ নেন আফ্রিদিসহ চার ক্রিকেটার। এ জন্য তাদের কারণ দর্শানোর নোটিশ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এদিকে ক্রিকেটারদের শাস্তি সম্পর্কে পিসিবির এর কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যার জন্যে অপেক্ষা করব। ব্যাখ্যা পাওয়ার পরই বোর্ড শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।’



মন্তব্য চালু নেই