নতুন জীবনের অপেক্ষায় গায়িকা পূজা

পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছেন সেরাকণ্ঠ খ্যাত তারকা শিল্পী বাঁধন সরকার পূজা। আসছে ফেব্রুয়ারির প্রথম তারিখেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পাত্র অর্ণব অন্তু।

অর্ণব অন্তু মূলত কাজ করেন ব্র্যান্ড ডেভলপমেন্ট অফিসার হিসেবে ওয়ালটন মাইক্রো টেক কর্পোরেশনে। মডেল হিসেবে তিনি

প্রথম নজর কাড়েন মারিয়া নূর-ইরেশ যাকেরের সঙ্গে ‘এখানেই ডট কম’ এর একটি মজার বিজ্ঞাপনচিত্র দিয়ে।

পূজা জানালেন, বিয়েটি পারিবারিকভাবে হলেও দু’জনের প্রথম পরিচয় ঘটে একটি গানের ভিডিও’র শুটিংয়ে। গেল বছরের আগস্টে বেলাল খান-পূজার গাওয়া ‘অবুঝ পাখি’ নামের গানটির শুটিং হচ্ছিল দূর সুন্দরবনে। সেখানে দুজনার প্রথম দেখা ও পরিচয়। সেই সূত্রেই বন্ধুত্ব ও হৃদয়ঘটিত সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া।

অবশেষে সেই সম্পর্ক স্থায়ীত্ব পাচ্ছে বিয়ের মাধ্যমে। পূজা তার ভক্ত-অনুরাগীদের কাছে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা চেয়েছেন।



মন্তব্য চালু নেই