নতুন ছবির মাধ্যমে ফিরতে চান মাহফুজ

ছোট ও বড় পর্দার একজন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তবে ইদানিং অভিনয়ে বেশ অনিয়মিত হয়ে পড়েছেন এই গুণী অভিনেতা। বিশেষ করে ঈদ উৎসবেও টেলিভিশন নাটক কিংবা টেলিফিল্ম কোথাও তাঁর উপস্থিতি ছিল না বলেই চলে, যেমনটি আগে ছিল।

সম্প্রতি অভিনয়ে অনুপস্থিতির বিষয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে মাহফুজ জানালেন, ঈদে কিছু টিভি নাটক ও টেলিফিল্মের পরিচালনা নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। যার কারণে অভিনয়ে তাঁকে দেখা যায়নি। বিশেষ করে তাঁর পরিচালিত নাটক ‘তুমি আমাকে বলোনি’ ও ‘বাতাসের মানুষ’ নিয়েই বেশি ব্যস্ত ছিলেন বলে জানান মাহফুজ।

রোজার ঈদে অবশ্য জয়া আহসানের সঙ্গে ‘জিরো ডিগ্রি’ ছবি নিয়ে রূপালী পর্দায় হাজির হয়েছিলেন মাহফুজ আহমেদ। মুক্তি পাওয়ার পর ছবিটি ব্যাপক সাড়াও ফেলেছিল। তবে বর্তমান সিডিউল অনুয়ায়ী আগামী দুই মাস পরিবারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ায় সময় কাটাবেন ছোট ও বড় পর্দার এ অভিনেতা। তারপর খুব শিগগিরই নতুন ছবির মাধ্যমে অভিনয়ে ফিরবেন বলে নিজেই জানালেন এ জিরো ডিগ্রি তারকা।



মন্তব্য চালু নেই