নতুন চেহারায় ডিপজল

জনপ্রিয় অভিনেতা ডিপজল। খল চরিত্রের পাশাপাশি ছবির প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেও দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। অনেক দিন ধরেই আড়ালে রয়েছেন। শোনা গেল তিনি আবার ফিরছেন। এরই মধ্যে ডিপজলের মেয়ে অলিজা শেয়ার করেছেন নিজের বাবার ছবি। লিখেও দিয়েছেন, ঢাকায় ফিরছি, সাথে বাবার ‘নতুন লুক’।

বড় পর্দার জনপ্রিয় চিত্রনাট্যকার ছটকু আহমেদ ডিপজলের এই লুকে মুগ্ধ।

লিখেছেন, ‘সুপার’। মেয়েকে সাথে নিয়ে লন্ডন থেকে থাইল্যান্ড হয়ে গতকাল ঢাকা ফিরেছেন। নতুন লুকে ডিপজলকে একেবারে আলাদা লাগছে। একেবারে ভিন্ন ডিপজল।

জানা গেছে, নিজের প্রযোজনা সংস্থা থেকে চারটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর ছবিগুলোর কাহিনী লেখার জন্য দায়িত্ব দিয়েছেন ছটকু আহমেদকে। আগস্টে ডিপজলের ফুলবাড়িয়ার বাসায় দেখা করে এসব বিষয় চূড়ান্ত করেছেন তিনি। ছটকু আহমেদ বলেন, চলচ্চিত্রকে এখনও অনেক ভালোবাসেন তিনি। আমার লেখা স্ক্রিপ্টেই ছবিগুলো নির্মাণ হবে। আমাকে এ জন্য সাইনিং মানিও দিয়েছেন তিনি।

‌‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ ছবিগুলো যেমন ছিল ঠিক সেই ঘরানার গল্পের ছবি লিখছি। এরই মধ্যে একটি গল্প লেখার কাজ শেষ হয়েছে। তাহলে কী নতুন ছবিত্রে ডিপজলকে এই লুকে দর্শকরা? -কালের কন্ঠ।



মন্তব্য চালু নেই