নতুন চুক্তিতে হাতুরুসিংহের বেতন কত?

বাংলাদেশের জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহের মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। বেড়েছে দায়িত্ব, বেতন বেড়েছে ১৫ শতাংশ। কোচের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাদের নির্বাচকের দায়িত্বও পালন করবেন তিনি।

হাতুরুসিংহে এতোদিন কাজ করে আসছিলেন ২২ হাজার মার্কিন ডলারে। রোববার যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,৩০০ ডলার। বাংলাদেশি মানে যা প্রায় ২০ লক্ষ টাকার মতো।

হাতুরুসিংহ ছাড়াও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে দলের ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল এবং ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের।

২০১৪ সালে জাতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেন চান্দিকা হাতুরুসিংহে। তার অধীনেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার মতো সাফল্য ঘরে আনার সুযোগ পেয়েছে টাইগাররা।



মন্তব্য চালু নেই