নতুন গানে কণা-শফিক তুহিন

সম্প্রতি ‘ওয়ান ফার্মা’ নামের একটি হাসপাতালের জন্য প্রমোশনাল একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কণা এবং শফিক তুহিন। গানটির সংগীত পরিচালনা করেছেন জেকে। খুব শিগগিরি প্রমোশনাল এই গানটি বিভিন্ন চ্যানেলে দেখা যাবে। এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘সবসময় তো প্রেম-ভালোবাসার গান করি। এবার একটু এই ধারার বাইরে গিয়ে ভিন্ন বিষয়ে গান করলাম। খুব শিগগিরি এই গানটি বিজ্ঞাপন আকারে সব চ্যানেলে এবং রেডিওতে অনএয়ার হবে।

অন্যদিকে জেকে বলেন, চেষ্টা করেছি ভালো একটা কাজ করতে। ভিন্ন ধারার গান করা সব সময়ই চ্যালেঞ্জিং। এটিও তার ব্যতিক্রম নয়।



মন্তব্য চালু নেই