নতুন ক্লাসে চাই সব নতুন
নতুন বছর, নতুন ক্লাস, দীর্ঘদিন ছুটির পরে নতুন করে পুরনো অভ্যাসের শুরু। করো কারো জন্য স্কুলটা একেবারেই নতুন। আর এই সবগুলো নতুনের ভিড়ে জামা-জুতার সঙ্গে চাই স্কুলব্যাগ, পানির বোতল, রংপেন্সিল, পেন্সিল বক্স, টিফিন বক্সও নতুন। বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সামগ্রীই এগুলো। তাই বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিয়ে কিনতে পারেন নানা রং ও ডিজাইনের প্রয়োজনীয় জিনিস।
স্কুলব্যাগ
বর্তমানে নানা ডিজাইনের স্কুলব্যাগ বাজারে পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে বারবি ব্যাগটি বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। রং ও ডিজাইনের ওপর নির্ভর করে এগুলো পাওয়া যাবে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। টম এন্ড জেরি কার্টুন ডিজাইনের ব্যাগও বাচ্চাদের বেশ পছন্দ। একইভাবে বিভিন্ন রকম পাখির শেপের কাপড়ের ব্যাগ এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্কুলগামী বাচ্চাদের পছন্দকে প্রাধান্য দিয়ে এগুলো কিনতে পারবেন ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এছাড়াও লেদার, কটন, রেকসিন, প্লাস্টিক, জিন্সসহ নানা ধরনের ব্যাগ বাজারে পাওয়া যায়। আর এসব ব্যাগে নানা উপকরণ বসিয়ে ডিজাইন করা থাকে। এছাড়াও চীনসহ অন্যান্য দেশের তৈরি ব্যাগ পাওয়া যাবে ১০০০ টাকার মধ্যেই। দেশি ব্যাগ ২০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পাওয়া যাবে। রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, বায়তুল মোকাররম মৌচাক মার্কেট, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন মার্কেটে এসব ব্যাগ পাওয়া যাবে। এছাড়াও হলমার্কে মিকিমাউস ব্যাগ পাওয়া যাবে ১৬০০ টাকায়।
পানির বোতল
বাচ্চারা স্কুলে বেশ কয়েক ঘণ্টা সময় পার করে। এসময়ে সঙ্গে থাকা চাই পানির বোতল। এক্ষেত্রে একটি আকর্ষণীয় পানির বোতল থাকলে পানি খাওয়ার অভ্যাসটা রপ্ত হয় দারুণভাবে। বাজার থেকে খুব সহজেই কিনতে পারেন প্লাস্টিকের, স্টিলের, চাচের তৈরি এসব ফ্লাস্ক। নানা রকম ডিজাইন ও শেপের এসব পানির বোতল পাবেন ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এছাড়া রয়েছে চায়নার তৈরি পানির ফ্লাস্ক যা পাওয়া যাবে ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। নিউমার্কেট, গাউসিয়া, মৌচাক মার্কেট, বসুন্ধরাসিটি, বায়তুল মোকাররম, ইস্টার্ন প্লাজাসহ বিভিন্ন মার্কেটে এসব পানির বোতল পাওয়া যাবে।
পেন্সিলবক্স ও রংপেন্সিল
রঙের ভুবনে ডুবে থাকতে পছন্দ করে না এমন শিশু খুঁজে পাওয়া মুশকিল। আর তাই তো বাজারেও রং-তুলির রয়েছে বিশাল সমাহার। স্কুলের পাঠ্যক্রমের জন্য হোক আর শখের বসেই হোক রংপেন্সিলের বিশাল সমাহার থেকে কিনে নিতে পারেন আপনার সন্তানের পছন্দের রঙ-তুলি কিংবা রঙ পেন্সিল। সঙ্গে পেন্সিল-ইরেজার-শার্পনারও প্রয়োজন। জলরঙের বক্স পাওয়া যাবে আকার ভেদে ১৬০ থেকে ৪০০ টাকায়। বাড়ি, কার্টুনসহ বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন আকারের মোম রঙের পেন্সিল পাওয়া যাবে ২৫০ থেকে ৫০০ টাকায়। পেন্সিলবক্সের ডিজাইন ভেদে দাম পড়বে ৬০ থেকে ২৫০ টাকা। বিভিন্ন মার্কেট, লাইব্রেরি, এলাকার স্টেশনারি দোকান ছাড়াও পাঞ্জেরী বুক শপে রঙ-তুলির বিশাল কালেকশন রয়েছে। এখান থেকেও কিনে নিতে পারেন আপনার পছন্দেরটি।
টিফিন বক্স
টিফিনের সময় সবার সঙ্গে বাচ্চারা খাওয়ার আনন্দ খুঁজে পাই। তাই মায়েরা বাচ্চাকে টিফিন দিতে ভুলে যায় না। মায়েরা নিত্যনতুন টিফিন তৈরি করে সন্তানের জন্য। এজন্য নিজ হাতে তৈরি টিফিনটি ভরে দিন আকর্ষণীয় কোনো টিফিন বক্সে। টিফিন বক্সের মধ্যে প্লাস্টিকের টিফিন বক্সই বাচ্চাদের জন্য ব্যবহার সুবিধাজনক। অনেক টিফিন বক্সে আলাদা আলাদা চেম্বার করা থাকে, যাতে আলাদা আলাদা টিফিনও দিতে পারবে। এগুলোর দাম পড়বে ৩০০ থেকে ৪০০ টাকা। চায়নার তৈরি টিফিন বক্সের দাম পড়বে ১৫০ থেকে ২৫০ টাকা। ছোট বড় সব মার্কেটেই এগুলো পাওয়া যায়।
মন্তব্য চালু নেই