নতুন এক ইনজুরি কবলে পড়েছেন মুস্তাফিজ, বিষয়টি নিশ্চিত করলেন পাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই প্রায় ৯ মাস পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরি থেকে ফিরে এখনও পুরোপুরি ছন্দ খুজে পাননি এই তরুণ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে মোট চার খেলার সৌভাগ্য হয়েছে এই বাঁহাতি পেসারের।

তবে সেই চার ম্যাচে মাত্র পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

এদিকে চলতি সিরিজ শেষ হওয়ার আগেই আবারও নতুন এক ইনজুরি কবলে পড়েছেন এই কাটার মাস্টার। আর মুস্তাফিজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

যমুনা টিভির সাথে আলাপকালে তিনি বলেন, মুস্তাফিজ তার কোমরে ব্যথা অনুভব করছে। কিন্তু অপারেশনের জায়গায় কোন সমস্যা নেই। এটা নতুন ইনজুরি। তবে আমি বলেছি ওখানে থেকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে তারপর তাকে দেশে নিয়ে আসতে।’

এদিকে বিসিবি সভাপতি আরও নিশ্চিত করেছেন যে এই পরিস্থিতিতে আসন্ন টেস্ট সিরিজে মুস্তাফিজের খেলার কোন সম্ভাবনা নেই।



মন্তব্য চালু নেই