নতুন অ্যাপল ওয়াচে থাকবে মোবাইলের সুবিধা

অ্যাপল ওয়াচ স্মার্টওয়াচগুলোর মধ্যে সবচেয়ে দামি ও জনপ্রিয়। প্রতিবছর মোবাইলের সাথে সাথে অ্যাপলের ওয়াচেও আসে নতুন মডেল এবং ফিচার। এবারের অ্যাপল ওয়াচে সংযুক্ত করা হতে পারে সেলুলার কানেক্টিভিটি যা দিয়ে সরাসরি ফোন অথবা বার্তা আদান প্রদান করা যাবে।

ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, অ্যাপল তাদের নতুন স্মার্টওয়াচে নেটওয়ার্ক সংযোগ ও শক্তিশালি প্রসেসর ব্যবহারের চিন্তা করছে। যদি তা হয়, নতুন আপডেটে দুটি জিনিস চিন্তা করতে হবে।

প্রথমত, পুরাতন অ্যাপল ওয়াচগুলোকে আপডেট করার সুযোগ দিতে হবে। কারণ প্রতিবছর গ্রাহকরা ৩০০ থেকে ৫০০ ডলার খরচ করে নতুন স্মার্টওয়াচ কিনবে না। দ্বিতীয়ত, ডিভাইসটিকে আকর্ষণীয় হিসেবে তৈরি করতে হবে। যাতে প্রথম দেখাতেই গ্রাহকের পছন্দ হয়।

আইফোন স্মার্টওয়াচ ব্যবহারকারীরা আইফোন পকেট থেকে বের না করেও কল করা অথবা বার্তা আদান-প্রদান করতে পারে।তবে যদি আইওয়াচে যদি ওয়্যারলেস বা তারহীন সংযোগ দেয়া যায় তাহলে যোগাযোগ আরও দ্রুত করা সম্ভব হবে।

আগামী ৩ জুন অনুষ্ঠিত অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি সম্মেলন থেকে হয়তো এ স্মার্টওয়াচের ব্যাপারে ঘোষণা আসতে পারে।



মন্তব্য চালু নেই