নজিপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালিত
মোসা: শিউলি খাতুন, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নজিপুর প্রেস এর উদ্যোগে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস/১৬ইং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় নজিপুর প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক ভোরের ডাক, দৈনিক সোনার দেশ, দৈনিক প্রভাতের আলো পত্রিকার প্রতিনিধি ইখতিয়ার উদ্দীন আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিন/দৈনিক লাল গোলাপ প্রতিনিধি আবু সাইদ, সহ-সম্পাদক ও দৈনিক বরেন্দ্র প্রতিদিন/ভোরের বার্তা প্রতিনিধি মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নব দিগন্ত/দৈনিক আমাদের রাজশাহী প্রতিনিধি জনি আলম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব নির্বাহী সদস্য দৈনিক বগুড়া প্রতিনিধি টিপু সুলতান, আওয়ার নিউজ বিডি’র শিউলি খাতুন, দৈনিক জয়পুরহাট খবর/গাজীপুর দর্পন প্রতিনিধি ম্মৃতি রাণী মহন্ত, সাধারণ সসদ্য রবিউল আলম, অপু কুমার, আশিষ কুমার।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমরা আশাবাদী যে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা হতে হতে এমন এক সময় আসবে, যখন বাংলাদেশেও মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি হবে ও সাংবদিকেরা মন খুলে লিখতে পারবে।
মন্তব্য চালু নেই