নজিপুর প্রেসক্লাব এর সাধারণ সভা অনুষ্ঠিত

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নজিপুর প্রেস ক্লাব এর সাংবাদিকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় উক্ত সভার আহবায়ক ও প্রেস ক্লাব সভাপতি দৈনিক ভোরের ডাক/ দৈনিক সোনার দেশ/দৈনিক প্রভাতের আলো পত্নীতলা প্রতিনিধি ইখতিয়ার উদ্দীন আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যায়যায় দিন ও দৈনিক লাল গোলাপ প্রতিনিধি এবং প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবু সাইদ, প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ও নব দিগন্ত/ দৈনিক আমাদের রাজশাহী প্রতিনিধি জনি আলম, নির্বাহী সদস্য ভোরের বার্তা/দৈনিক বরেন্দ্র প্রতিদিন প্রতিনিধি মুকুল হোসেন, দৈনিক বগুড়া/ওয়ান নিউজ বিডি প্রতিনিধি টিপু সুলতান।

এ সময় উপস্থিত ছিলেন হিলি বার্তা/আওয়ার নিউজ বিডি প্রতিনিধি মোসা: শিউলি খাতুন, দৈনিক জয়পুরহাট খবর/গাজীপুর দর্পণ প্রতিনিধি স্মৃতি রাণী মহন্ত, সাধারণ সদস্য ফারুক হোসেন, সৌরভ হোসেন, অপু কুমার মণ্ডল, আশিষ কুমার মহন্ত। সভায় সংগঠনকে শক্তিশালী করণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহিত হয়।



মন্তব্য চালু নেই