নজিপুর ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে “রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় শাখা ভবনে উক্ত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বগুড়া জোনের একি্রাকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো: মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ মো: শহিদুজ্জামান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নজিপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক, ধামইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মঈন উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ মো: ইসাহাক হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: আব্দুল গাফফার, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল খালেক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিম উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নজিপর শাখা ব্যবস্থাপক মো: আশরাফ উদ্দিন, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ এর খতিব মাও. মো: ওয়াদুদ হোসেন। মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়।
মন্তব্য চালু নেই