নজরুল বিশ্ববিদ্যালয়ে এপস কনটেস্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মোঃ ওয়াহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইন্ঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল ইএটিএল-প্রথম আলো এপস কনটেস্ট এর ক্যাম্পাস একটিভেশন বিষয়ক সেমিনার।
সেমিনারটি আজ ২ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টায় শুরু হয়ে বিকেল ২টায় শেষ হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্ঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক সুব্রত কুমার দাস, ইএটিএল টিম লিডার দ্বীপ রায় মল্লিক সহ ইএটিএল এর অন্যান্য কর্মকর্তা এবং কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন অধ্যাপক ড. মিজানুর রহমান ও অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম । তাঁরা তাদের বক্ত্যব্যে বলেন, তথ্য- প্রযুক্তি প্রতিনিয়ত সামনের দিকে ধাবিত হচ্ছে সেই সাথে মানুষেরাও তাদের সৃষ্টিশীল প্রতিভাকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তি কে করছে আরো সমৃদ্ধ। কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকেও যেন সেইরকম প্রতিভা বেরিয়ে আসে তাঁর প্রতি গুরুত্বারোপ করেন তাঁরা।
এরপর ইএটিএল টিম লিডার দ্বীপ রায় মল্লিক সমগ্র কনটেস্টের নিয়মাবলি, প্রাইজমানি সহ কনটেস্ট এর সবগুলো ধাপ পর্যায়ক্রমে বর্ণনা করেন। এবং সেমিনার এর শেষ অংশে তাৎক্ষনিক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন তৃণা।
মন্তব্য চালু নেই