খালেদার কার্যালয় ঘিরে বেড়েছে পুলিশ
নজরদারি বন্ধ না হলে কার্যালয়েই থাকবেন খালেদা
৫ জানুয়ারি ঘোষিত সমাবেশ সামনে রেখে গতকাল রাত থেকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এজন্য সারা রাত অফিসেই অবরুদ্ধ অবস্থায় কাটান খালেদা জিয়া। তাকে বাসায় ফিরতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া না হলেও বাসায় ফিরলে অবরুদ্ধ হয়ে যেতে পারেন এজন্য তিনি অফিসেই অবস্থান করেন।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আশিফা আশরাফি পাপিয়া জানিয়েছেন, গতিবিধির ওপর নজরদারি বন্ধ না হওয়া পর্যন্ত কার্যালয়েই অবস্থান করবেন খালেদা জিয়া।
এদিকে আগামীকাল ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশ যেকোনো মূল্যে সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিকে, গতকাল শনিবার রাতে বিএনপির নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কতবির রিজভী আটক করে অসুস্থ অবস্থায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া দেয়া হচ্ছে। তাকে আটকের পর থেকে কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করে রাখে পুলিশ।
খালেদার কার্যালয় ঘিরে বেড়েছে পুলিশ:
সারারাত অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘিরে আরও পুলিশ বাড়ানো হয়েছে। এছাড়া ওই রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে। রাস্তার দুই মাথায় পুলিশের গাড়ি দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। শনিবার রাত থেকেই গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ আছেন খালেদা জিয়া। কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না। নেতা-নেত্রী ও অফিস কর্মীরাও ভেতরে অবস্থান করছেন। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, গভীর রাত পর্যন্ত জেগে থাকায় অনেকে এখন ঘুমাচ্ছেন।
রোববার সকাল ৮টা থেকেই কার্যালয়ের চারপাশে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। রাস্তার দুই মাথায় পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আছে র্যাব।
মন্তব্য চালু নেই