নজরদারি করতে গিয়ে নিজের ছেলেকে পেলেন আপত্তিকর অবস্থায়
এক নাবালক ছেলের গোয়েন্দা মা অন্য এক মহিলার উপর গোয়েন্দাগিরি করতে গিয়েছিলেন। কিন্তু তিনি সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ. কারণ- রহস্য উন্মমোচন করতে গিয়ে দেখলেন সেই মহিলার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছে নিজেরই নাবালক ছেলে।
নাচের স্টুডিও, গাড়ি, বাড়ি সহ একাধিক জায়গায় তাদের দেখা গেছে যৌন মিলনরত অবস্থায়। ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার সল্টেলেক সিটিতে। নাবালকের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলা অ্যাম্বার টেলফোর্ডকে।
বিষয়টি হল, এক বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তি তাঁর স্ত্রীর যাবতীয় খবর পেতে নিয়োগ করেছিলেন প্রাইভেট ডিটেকটিভকে। পেশায় নর্তকী বছর ত্রিশের ওই মহিলার উপর নজরদারি চালাতে গিয়ে নাচের স্টুডিওতে নিজের ছেলের সঙ্গে হাতেনাতে আপত্তিকর অবস্থায় দেখতে পান ওই প্রাইভেট ডিটেকটিভ।
আর এই ঘটনা দেখার পর অ্যাম্বারকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পরে আদালত ওই মহিলাকে ৩০ দিনের কারাদণ্ডের পাশাপাশি ১৫০ ঘণ্টা সমাজসেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই