নগ্ন হতে মন্দ লাগে না: মিরান্দা কের

সম্প্রতি একটি জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদে ‘কভার গার্ল’এর ভূমিকায় দেখা গিয়েছে সুপার মডেল মিরান্দা কের-কে। ছবিতে তাঁকে মাথায় টুপি ও একটি কালো রঙের হাই-ওয়েস্ট জিন্সের প্যান্ট-এ দেখা গেলেও উর্দ্ধাঙ্গ ছিল অনাবৃত। অর্থাৎ ‘টপলেস’ হয়ে পোজ দিয়েছেন তিনি।

নিজের শখ সম্পর্কে মিরান্দা জানিয়েছেন, জুতো খুলে ঘাসের ওপর হাঁটতে অথবা নগ্ন হয়ে রোদ্দুরের উত্তাপ নিতে তাঁর বেশ ভালো লাগে। তাঁর ইচ্ছে করে সমুদ্রে শরীর ডুবিয়ে আরাম নিতে। এই সব মুহূর্তে কেউ যদি তাঁর ছবিও তোলে, সেসব নিয়ে কোনও মাথা ব্যাথা নেই মিরান্দার।

২০১৩-তে ৩১ বছরের কেরের সঙ্গে তাঁর স্বামী অরলান্ডো ব্লুমের বিচ্ছেদ হয়ে যায়।এই মুহূর্তে ডেটিং-এ অনাগ্রহী এই মডেল। এখন তাঁর জীবনে সবথেকে গুরুত্মপূর্ণ তাঁর ছেলে।

Miranda had a grin on her face during a 2008 beach stop in St. Barts. She smiled during a January 2008 shoot in St. Barts.<br />

Play turned to work for Miranda in January 2010 in St. Barts on a Victoria's Secret photo shoot.<br />

 



মন্তব্য চালু নেই