নগ্ন ফটোশুটে কোহেল কার্দাসিয়ান
হলিউড টিভি রিয়্যালিটি তারকা কোহেল কার্দাসিয়ান গত জুলাইয়ে দাবি করেছিলেন খোলামেলা ফটোশুটে তিনি দ্বিধাবোধ করেন। অথচ এবার তিনি একটি নগ্ন ফটোশুটে অংশ নিলেন। ৩১ বছর বয়সী অভিনেত্রী কোহেল কার্দাসিয়ান গতকাল শুক্রবার সেইন্ট বার্থসের ভ্যাকেশনে সম্পূর্ণ নগ্ন হয়ে ছবিতে পোজ দিয়েছেন।
তিনি তার ওয়েবসাইট কোহেলউইথএকে.কম’য়ে জানিয়েছেন, এটি নাকি তিনি বিনা প্রস্তুতিতে করেছেন। কোহেল তার ছবি তোলার মুহূর্তটিকে মজার ও উদ্দেপক বলে জানিয়েছেন। তিনি জানালেন, ছবিগুলো তার ২০ বছর বয়সী ছোটবোন কিন্ডাল কেনার তুলেছেন। তিনি বলেন, রাতে সবাই যখন ঘুমেয়ে পড়েছে তখন তাদের একঘেয়ে সময় কাটছিলো বলে দু’জনে মিলে এভাবে ছবি তোলায় অংশ নিয়েছেন।
ছবিগুলো তোলার পর কোহেল জানিয়েছেন, ‘আমরা হালকা মদ্যপান করছিলাম। তখনো জানতাম না তাৎক্ষণিক ফটোশুটটি নগ্ন ফটোশুটে পরিণত হবে। আমি নিজের মন ও শরীরকে সেই পয়েন্টে নিয়ে যেতে অনেক কষ্ট করেছি। যদিও আমি নিজেই এই ছবি তোলার সাহস দেখে চমকে গেছি’।
মন্তব্য চালু নেই