নগ্ন ছবি প্রকাশের হুমকি
সম্প্রতি পপ তারকা টেইলর সু্ইফটের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পরেছিলো। শুধু তাই নয় হ্যাকাররা এই তারকার নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছে।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে জানা যায়, গত ২৭ জানুয়ারি সংগীতশিল্পী টেইলর সুইফটের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তা উদ্ধার হয়। অ্যাকাউন্ট দুটি হ্যাক করার পর, তার দেয়ালে একটি হুমকি বার্তাও ঝুলিয়ে দেয় হ্যাকাররা। এ প্রসঙ্গে টেইলর বলেন, ‘হ্যাকাররা বলছে তাদের কাছে আমার নগ্ন ছবি আছে? পেলে ভীষণ খুশি হতে তাই না? ফটোশপ নিয়ে মজে থাকো, কারণ তোমার কাছে কিছুই নেই।’
এদিকে টেইলরের এমন মন্তব্য থেকে অনেকেই মনে করছেন যে, সত্যি সত্যিই হ্যাকারদের কাছে তার নগ্ন ছবি রয়েছে। কারণ তিনি ফটোশপের ছবির ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টেইলর সুইফটের ফলোয়ার ৫১.৪ মিলিয়নের উপর।
মন্তব্য চালু নেই