নগ্নতায় নতুন রুপে বাংলাদেশের নতুন মডেল রেশমি (ভিডিও)
খোলামেলা পোশাকে ফটোশ্যুট করে ঢালিউডে জায়গা করে নিতে চলেছেন বাংলাদেশের নতুন মডেল সময়ের সাহসী নায়িকা রেশমী অ্যালন। ইতিমধ্যে তিনি খোলামেলা পোশাকে বেশ কয়েকবার ক্যামেরাবন্দি হয়েছেন। আর সেসব ছবি আপলোড করছেন তার ফেসবুকে।
সম্প্রতি আবারও তিনি তার ফেসবুকে তার নতুন কিছু ছবি প্রকাশ করে তিনি বলেন ,আমাকে নিয়ে যতই আলোচনা সমালোচনা হউক না কেন আর যতই ঝড় আসুক আমি আমার কাজ চালিয়ে যাব। পরিচালকরা যেভাবে চাইবেন সেভাবেই নিজেকে তুলে ধরব সবার কাছে। তবে তিনি খোলামেলা হওয়ার যুক্তিকতাও তুলে ধরেন।
রেশমী বলেন, আমাদের দেশে ভারতীয় সিনেমার দর্শকদের চাহিদা আকাশচুম্বী। বিশেষ করে বলিউডে পর্ণ তারকাদের ভিড়ের কারণে দর্শকদের চাহিদা বহুমূখী হয়েছে। আমি দর্শকদের আমার দেশের সিনেমা মুখী করার চেষ্টা অবশ্যই করবো। চরিত্রের প্রয়োজনে আমাকে যতোটা খোলামেলা হতে হয়, আমি তাই হবো।
ভিডিও:
https://youtu.be/5n_vcdWA6yo
মন্তব্য চালু নেই