নগ্নতায় আপত্তি জয়ার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতাতেও এখন তার সমান গ্রহণযোগ্যতা। দুই বাংলার চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।

নানা চরিত্রে অভিনয় করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। কিন্তু নগ্ন দৃশ্যে তার আপত্তি রয়েছে বলে জানিয়েছেন এই নায়িকা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন জয়া। এ সময় জয়াকে প্রশ্ন করা হয় লিপলক করবেন কীনা? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘না এতটা হয়তো আমি করব না।’

এরপরই সাংবাদিক জয়ার কাছে জানতে চান তবে কী নগ্ন দৃশ্যে আপনার আপত্তি রয়েছে? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘আসলে নগ্ন দৃশ্য দেখানোর মধ্যেও অনেক সময় দৃষ্টিভঙ্গির সমস্যা থাকে। অনেক সময় নগ্নতা দেখিয়েও দৃশ্যটা ততটা আবেদনময়ী করে তোলা যায় না। আর আমরা মেয়েরা দীর্ঘদিন ধরেই বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছি। এটা ভারত-বাংলাদেশও হচ্ছে। তবে নগ্ন দৃশ্য না দেখিয়েও কোনো সিকুয়েন্সকে অনেক বেশি সেন্সেবল অ্যাপ্রোচ দেওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘নগ্নতা খারাপ তা বলছি না তবে যত কিছুই হোক, আমি একজন মধ্যবিত্ত মুসলিম পরিবারের মেয়ে। আমার মূল্যবোধ কখনো ছাড়তে পারব না। তাই নগ্ন দৃশ্যে আমার আপত্তি রয়েছে (দৃঢ়ভাবে)।’



মন্তব্য চালু নেই