নগ্নতার শিরোনামে আবারও এমিলি

সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্নতার জন্য বরাবরই হিট হলিউড তারকারা। এর আগেও নিজের খোলামেলা ছবি দিয়ে শিরোনামে এসেছেন মার্কিন মডেল এমিলি রাতাজকাওস্কি। আবারও এলেন ২৪ বছরের এই মডেল অভিনেত্রী। ।
ছবিতে দেখা যাচ্ছে, অনাবৃত দেহের উপরিভাগে কোনও পোশাক না থাকলেও রয়েছে একাধিক গয়না। হাতে, কানে, গলায় একাধিক গয়না পরে ক্যামেরায় ধরা দিলেন এই আলোচিত মডেল।
মন্তব্য চালু নেই