নগ্নতাকে শিল্প বললেন কার্দাশিয়ান

কিছু দিন আগে একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্যে নগ্ন ছবি তুলে বির্তকের জন্ম দিয়েছেন কিম কার্দাশিয়ান। এবার সেই নগ্নতাকে শিল্পকর্ম বলে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

সম্প্রতি পেপার ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য নগ্ন হয়ে ছবি তুলেন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান। তারপর থেকেই চারদিকে সমালোচনার ঝড় শুরু হয়। এবার একটি অনুষ্ঠানে সেই ফটোশ্যুটকে নিজের জন্য তৈরি একটি শিল্পকর্ম বলে দাবি করেছেন তিনি।

কার্দাশিয়ানসাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তারকা বলেন, ‘আমি বলছি না সবাই এভাবে ফটোশ্যুট করুক। কিন্তু এই ফটোশ্যুটটি আমার জন্য একটি শিল্পকর্মের মতো, যা শুধু নিজের জন্যেই করা।’

উল্লেখ্য, পেপার ম্যাগাজিনের জন্য কার্দাশিয়ানের ছবিগুলো তোলেন ফরাসি চিত্রগ্রাহক জঁ পল গোদে। যিনি নগ্ন ছবি তোলার জন্যে সারা বিশ্বে আলোচিত।



মন্তব্য চালু নেই