নখ ভেঙে গেছে? কাজে আসতে পারে টি ব্যাগ
অনেক দিন ধরে নখ বাড়িয়ে, সুন্দর করে ফাইল করে নেল পলিশ লাগালে হাতটা দেখতেই অন্য রকম লাগে। সুন্দর ম্যানিকিওর করা হাত কার না পছন্দ? কিন্তু একটু অসাবধানতাবশত সেই নখই যখন ভেঙে যায়, তখন মন খারাপ তো হয়ই। তবে এই সমস্যারও রয়েছে সমাধান। শুধু একটি টি ব্যাগের সাহায্যে সমাধান করা যায় এই সমস্যার।
১। যদি নেল পলিশ লাগানো থাকে তাহলে প্রথমেই ভাঙা নখ থেকে তা তুলে ফেলুন।
২। এ বার টি ব্যাগ থেকে ছোট করে একটু টুকরো কেটে নিন।
৩। এ বার নখে বেস কোট লাগিয়ে নিয়ে তার উপর টি ব্যাগ পিস রাখুন। যাতে নখের অর্ধেক ঢেকে থাকে।
৪। শুকিয়ে গেলে এর উপর দিয়ে আবার এক বার বেস কোট লাগান। এ বার আপনি অনায়াসে আপনার ভাঙা নখের উপর নেল পলিশ লাগাতে পারেন।-আনন্দবাজার
মন্তব্য চালু নেই