নখের যত্নে ময়েশ্চারাইজার
নারীদের নান্দনিক সৌন্দর্য বাড়ায় তাদের নখ। আজকাল ড্রেসের সঙ্গে মিল রেখে নখেরও নানা ধরনের স্টাইল বা ডিজাইন করা হয়। এই কারণে নখের যত্ন নেয়াও গুরুত্বপূর্ণ।
নখের স্বাভাবিক বৃদ্ধি এবং সুরক্ষার জন্য ময়েশ্চারাইজার কার্যকর ভূমিকা রাখে। গোসলের পর এবং শোবার আগে প্রতিদিন কমপক্ষে দুইবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি নখের ভাঙন রোধ করে।
ত্বক বিশেষজ্ঞদের মতে, নখের যত্নে অ্যাসিটোনযুক্ত রিমোভার বা ক্লিনার ব্যবহার এড়িয়ে চলুন। এটি নখ ভেঙে দেয় এবং দুর্বল করে দেয়।
পায়ের জন্য মানানসই জুতা পড়ুন। এমন জুতা পড়বেন না যা নখের ক্ষতি করতে পারে। জুতার সঙ্গে মোজা ব্যবহার করলে অবশ্যই পরিষ্কার এবং ভালো মানের মোজা পড়ুন।
নখের উপরিভাগে চামড়ার কাছাকাছি অংশে কাটিকলস থাকে। যা নখকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। তাই নখের উপরের অংশের আস্তরণ তুলবেন না।
মন্তব্য চালু নেই