নওগাঁ জেলার সেরা প্রতিষ্ঠান নওগাঁ সরকারি কেডি স্কুল
তানভীর আহম্মেদ : এইবছর এসএসসি পরীক্ষায় নওগাঁ জেলার পাশের হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ ।যা রাজশাহী বোর্ডে পাসের হারের দিক দিয়ে দ্বিতীয় ।নওগাঁ জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১৮ হাজার ৬ শত ৫৭ জন।পাস করে ১৭ হাজার ৯ শত ৮৪ জন ।নওগাঁয় ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি হলেও জিপিএ -৫ এ ছেলের এগিয়ে ।আবার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়েও ছেলের এগিয়ে ।এই বছর নওগাঁর সেরা স্কুল নির্বাচিত হয়েছে নওগাঁ সরকারি কেডি উচ্চবিদ্যালয় ।এই প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ ।এখানে ২২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৮০ জন জিপিএ -৫ পেয়েছে ।যার শতকরা হার ৭৮ দশমিক ৬০ শতাংশ ।দ্বিতীয় হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।এই প্রতিষ্ঠানেরও পাসে হার শতভাগ কিন্তু জিপিএ-৫ পেয়েছি কিছুটা কম ।এখানে পরীক্ষার্থী ছিলো ২২৪ জন জিপিএ -৫ পেয়েছে ১৪০ ।জিপিএ -৫ এর শতকরা হার ৬২ দশমিক ৫০ শতাংশ ।যা কেডি স্কুল থেকে ১৬ দশমিক ১০ শতাংশ কম।
মন্তব্য চালু নেই