নওগাঁয় ২২লক্ষ টাকা মূল্যের ভারতীয় স্যুট ও প্যান্ট পিছ আটক
নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র বস্তাবর এবং চকচন্ডি সীমান্ত ফাঁড়ির বিশেষ দু’টি টহল দল সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে ধামইরহাট উপজেলাধীন মাহিসন্তোষ এবং চককালু এলাকা থেকে ২২ লক্ষ টাকা মূল্যের ২ হাজার মিটার ভারতীয় স্যুট এবং প্যান্টের পিছ আটক করেছে।
১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্ত এলাকায় অবস্থান গ্রহণের পর ভারত থেকে আগত চোরাকারবারীদের ১৫/২০ জনের দু’টি দলকে চ্যালেঞ্জ করলে তারা স্যুট এবং প্যান্টের পিছ কাপড়ের গাইট ফেলে পালিয়ে যায়। আটককৃত ২ হাজার মিটার ভারতীয় স্যুট এবং প্যান্টের পিছের আনুঃমূল্য প্রায় ২২ লক্ষ টাকা। আইনি প্রক্রিয়া শেষে উক্ত মালামাল শুল্ক বিভাগে জমা করা হবে।
এসময় চোরাচালানীর ভয়াল ছোবল থেকে দেশ ও সমাজকে রক্ষার জন্য এলাকার স্বচেতন নাগরিকদের চোরাচালান ও অবৈধ বাজারজাত রোধে বিজিবিকে সহায়তা করার জন্য পতœীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
মন্তব্য চালু নেই