নওগাঁয় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল চৌধুরী, নওগাঁ : ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূন্যতিথি জন্মাষ্টমি উপলক্ষ্যে নওগাঁয় জেলা পুজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী কালিতলা বুড়ামাতা কালিতলা মন্দির থেকে একটি বর্ন্যাঢ্য জন্মাষ্টমি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়ে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।

জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাজশাহী বিভাগীয় ট্রাষ্টি বোর্ডের ট্রাষ্টি অনিল কুমার সরকার, মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম হিন্দুধমীয় কল্যান ট্রাষ্ট নওগাঁর সহকারী পরিচালক সাথী মজুমদার, জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিত কুমার সরকার, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, শ্রী শ্রী বুড়ামাতা কালীতলা মন্দির কমিটির সাধারন সম্পাদক অখিল চন্দ্র ঘোষ প্রমুখ। বক্তারা ভগবান শ্রী কৃষ্ণের উপর বিস্তারিত আলোচনা করেন। শোভাযাত্রায় ও আলোচনা সভায় হিন্দু ধর্মাবলম্বী নারী পুরষরা অংশ গ্রহন করেন।



মন্তব্য চালু নেই