নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে ২০ বিঘা জমির ধান বিনষ্ট

বুলবুল চৌধুরী, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় উপজেলার নাদৌড় গ্রামে বুধবার রাতে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা প্রায় ২০ বিঘা জমির ইরি ধানে আগাছা মারা বিষ দিয়ে পুরো ধান বিনষ্ট করে দিয়েছে।

উপজেলার নাদৌড় গ্রামের কৃষক আব্দুল মজিদ, তৈয়ব আলী, তজিমদ্দীন, তালিম হোসেন, আতোয়ার রহমান, রমজান আলী ও দেলোয়ার হোসেন জানান তাদের প্রায় ২০বিঘা জমির ইরি ধানে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা সম্ভবত বুধবার রাতে আগাছা মারা বিষ প্রয়োগ করে। এরফলে বৃহস্পতিবার জমির ধান কিছুটা লাল হতে লাগে এবং শুক্রবার পুরো জমির ধান পুরে সাদার রং ধারন করলে তারা তখন বুঝতে পারে কেউ তাদের জমিতে বিষ প্রয়োগ করেছে।

জানাগেছে, নাদৌড় গ্রামের মহির উদ্দীন গ্রুপের সাথে তাদের জমিজমা সংক্রান্ত কোন্দল দীর্ঘদিন ধরে চলে আসছিল। সে ব্যাপারে আদালতে মামলাও চলমান রয়েছে।

এঘটনায় উক্ত মহির উদ্দীন গ্রুপের লোকেরা শত্রুতা বশত তাদের প্রায় ২০বিঘা জমির ইরি ধানে রাতের আধারে আগাছা মারা বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে বলে তাদের ধারনা। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছে।

এবিষয়ে খবর পেয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের লোকজন উক্ত ধান ক্ষেত গুলি পরিদর্শন করেছেন বলে কৃষি অধিদপ্তর জানায়। এব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে বলে এরিপোর্ট লেখা পর্যন্ত জানাগেছে।



মন্তব্য চালু নেই