নওগাঁয় চালকল ড্রাম বিস্ফোরণে নিহত ২
নওগাঁ শহরের লস্করপুর টুম্পা রাইসমিলে চালকল ড্রাম বিস্ফোরণে শাহেদ (৩৫) ও আনোয়ার (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই