নওগাঁয় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁয় আগামঅ ২৬ নভেম্বর নিয়ামতপুর উপজেলার নব নির্মিত থানা কমপ্লেক্্র ভবন ও নওগাঁর শহরের ব্যবসা প্রধান স্থানগুলোয় স্থাপিত সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। নওগাঁর পুলিশ মো: মোজাম্মেল হক বিপিএম,পিপিএম জানান, প্রায় সাড়ে ৬কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ কর্তৃক নব নির্মিত নিয়ামতপুর থানা কমপ্লেক্্েরর ভবন ও নওগাঁ শহরে নওগাঁ নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি কর্র্তৃক জন নিরাপত্তার জন্য স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। তিনি আগামী ২৬ নভেম্বর হেলিকপ্টার যোগে নওগাঁয় আসবেন। ওই দিন সকাল ১০টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মন্ত্রী শহরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করবেন। এরপর সড়ক পথে নিয়ামতপুর যাবেন ও নব নির্মিত থানা কমপ্লেক্্র ভবন উদ্বোধন করবেন। সেখানে কমপ্লেক্্েরর চত্তরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন মন্ত্রী। পুলিশ সুপার আরো জানান, দেশের প্রথম পর্যায়ে যে ১০১টি থানা কমপ্লেক্্েরর নির্মাণ কাজ চলছে , এর মধ্যে নওগাঁ জেলার নিয়ামতপুরের ১টি সম্মেলন কক্ষ, ভিকটিম সাপোর্ট সেন্টার ( একজন নারী এসআই এর দায়িত্বে থাকবেন), ৪টি হাজত খানা, ২টি পৃথক পূর্ণ বয়স্ক নারী ও পূরুষ এর জন্য। অপর ২টি ১৮ বছরের নীচে পৃথক ছেলে ও মেয়ে শিশুদের জন্য )। পুরুষ ও নারী পুলিশ সদস্যদের জন্য আবাসন ব্যবস্থাসহ নানান সুবিধা থাকছে নতুন ভবনে। ভবনটি নির্মাণ কাজ যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়ে সচেষ্ট ছিলেন তিনি। নওগাঁ চেম্বার অব কমার্স কর্তৃক আপাতত: শহরের ব্যবসা প্রধান স্থানগুলোয় ৪০টি ক্লোজ সার্কিট কামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে স্থাপিত ৪০টিসহ ২শ’টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরাগুলো মনিটর করা হবে পুলিশ সুপারের কার্যালয়ে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।



মন্তব্য চালু নেই