নওগাঁর মান্দায় সিএনজি চালক হত্যা মামলায় আটক-৩
নওগাঁর মান্দায় সিএনজি চালককে হাত পা বেধে হত্যা করে অটোরিকশা ছিনতা মামলায় সিএনজি সহ ৩জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সকাল ৯টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকা থেকে এদের আটক করা হয়। আটকৃতরা হলেন রাজশাহী নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকার কামাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন পাপ্পু(২৩) দরগাপাড়া এলাকার আলমের ছেলে পিয়ারুল(২২) ও বড়কুঠি বালুরঘাট এলাকার আমাদ আলীর ছেলে তন্ময়(২০)।উল্ল্যেখ্য যে গত ১৭ আটষ্ট মান্দা উপজেলার দেলুয়াবাড়ি দাখিল মাদরাসার অদূরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পশ্চিম পার্শে বুড়ির বিলের একটি পটলক্ষেত থেকে সিএনজি চালক জিয়াউর ওরফে জিরুর লাশ উদ্ধার করে পুলিশ।নিহত জিরু রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসবা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করলে ওই এলাকার সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়।অনেকদিন পর বিষয়টি নওগাঁ গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করলে গোপন সংবাদের ভিত্তিতে তারা রাজশাহী মহানগরীর তালায়মারী অভিযান চালিয়ে তালানো তদন্তে সফল হোন।
মন্তব্য চালু নেই