নওগাঁর বদলগাছীতে মদপানে আরো এক যুবকের মৃত্যু
নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে বিষাক্ত মদপানে সুজন (২৭) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ এ।
নিহত সুজন বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের আজাহার আলীর ছেলে। সুজনের মৃত্যুর বিষয়টি বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন।
এদিকে এঘটনায় অসুস্থ হয়ে এনায়েতপুর গ্রামের সজল (২২), উজ্জল হোসেন (৩৫), সুমন রহমান (২৬) ও মোসলেম উদ্দীন (২৮) নামে আরো চারজন নওগাঁ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা আংকামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহফুজার রহমান।
শক্রবার রাতে এনায়েতপুর গ্রামে ৮/১০ জন যুবক পিকনিকের আয়োজন করে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়।
পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দীন, হোসেন আলী ও আব্দুল আজিজের মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই