নওগাঁর বদলগাছীতে মদপানে ৩ জনের মৃত্যু

নওগাঁর বদলহাছী উপজেলার এনায়েতপুর গ্রামে মদপান করে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এরা হলেন, সদর উপজেলার নুরপুর গ্রামের ওসমানের ছেলে হোসেন (৩০), একই গ্রামের বাবুর আলীর ছেলে আব্দুল মজিদ (৩০) ও বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামের কোরানা সরদারের ছেলে সোলাইমান (৪০)। এ ঞটনায় আরো ৪জন অসুস্থ্য হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, রাতের পিকনিকের অনুষ্ঠানে মদপান করলে নওগাঁ সদর ও কদলগাছী উপজেলার মোট ৭জন অসুস্থ্য হয়ে পড়েন। শনিবার সকালে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎকরা হোসেন, আব্দুল মজিদ ও সোলাইমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছেবলে জানান ওসি।



মন্তব্য চালু নেই