নওগাঁর নিয়ামতপুরে ট্রাকসহ ১ হাজার ৪’শ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে একটি ট্রাক সহ ১ হাজার ৪;শ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ট্রাকের হেলপার চাঁপাই নবাবগঞ্জের টিকরামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আলমগীরকে (১৮) আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার এস আই আব্দুর রাজ্জাক এবং রতন জানতে পারে যে, ট্রাকে করে ফেন্সিডিলের একটি বড় চালান চাঁপাই হয়ে নওগাঁ যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে তারা সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে উপজেলার চাঁপাই নবাবগঞ্জ-নওগাঁ সড়কের ভাদরন্ড পুলিশ ফাড়ির নিকট একটি ট্রাকের গতি রোধ করে এবং তল্লাসী চালিয়ে (ঢাকা মেট্রো-ট ১৪-৩৩৮) ১ হাজার ৪;শ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার আলমগীর কে আটক করে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ফেন্সিডিল গুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় নেওয়ার জন্য আসছিল।



মন্তব্য চালু নেই