নওগাঁর নজিপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষের যোগদান

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নজিপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মোঃ সামশুল হক যোগদান করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নতুন অধ্যক্ষকে বরণ কালে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুর রব চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, গণিত বিভাগের মোস্তাফিজুল শেখ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেদা খাতুন, রসায়ন বিভাগের বিলকিস জাহান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ন কবির টিটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, নজিপুর সরকারি কলেজ শাখার সভাপতি আরমান আলী নাহিদ, সহ-সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮মে যোগদান করলেও ১৯মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন অধ্যক্ষ মোঃ সামশুল হক। তিনি এর পূর্বে সরকারি হরগোঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ এ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।



মন্তব্য চালু নেই