নওগাঁর নজিপুরে বিশ্ব বিখ্যাত অপ্পো শোরুমের উদ্বোধন

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুরে এখন বিশ্ব বিখ্যাত অপ্পো শোরুম উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার বেলা ৩টায় নজিপুর বাসস্ট্যান্ড ধামইরহাট রোডের দেওয়ান মার্কেটে শোরুমের উদ্বোধন করেন অপ্পো কোম্পানির বগুড়া ইনচার্জ মি. কেভিন।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি ও রকি ইলেকট্রনিক্রা এর সত্বাধিকারী শহিদুল ইসলাম বেন্টু, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এজেড মিজান, সেলস্ একি্রাকিউটিভ শাহেদ কামাল, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান ও ফারুক হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই