নওগাঁর আত্রাইয়ে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান পরিক্ষা খারাপ হওয়ায় ছাত্রছাত্রীদের মাঝে হতাশা
তানভীর আহম্মেদ : গত কয়েক বছরের ন্যায় এই বছরেও রাজশাহী বোর্ডে পদার্থের প্রশ্ন পত্র খারাপ হওয়ায় সকল পরিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে ।পরিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় পাদার্থে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন হওয়ার পর থেকে রাজশাহী বোর্ডে এমনকি বাংলাদেশের সকল বোর্ডের প্রশ্ন একটু কঠিন হয়ে আসছে ।যার কারণে প্রতি বছরেই অসংখ্য ছেলেমেয়ে এই পদার্থে ফেল করছে ।এমনকি ফেল করতে করতে বহুত ছেলেমেয়ের পড়াশুনাই শেষ হয়ে গেছে ।আবার বহুত ছেলেমেয়ের ভালো ফলাফল বাধা গ্রস্থ হচ্ছে এই পদার্থের জন্য ।শিক্ষার্থীদের ভাষ্যমতে সরকার যখন গণিতের সৃজনশীল উঠিয়ে দেওয়ার কথা চিন্তা করছে তখন পদার্থের সৃজনশীল থাকে কোন যুক্তিতে ।কারণ যারা বিজ্ঞানে পড়েছে শুধু তারাই জানে বিজ্ঞানে সবচেয়ে কঠিন বিষয় পদার্থ ।আর এই পদার্থই যখন সৃজনশীল হয় তখন সেটি কি কঠিন সেটি শুধু ভুক্তভুগীরাই জানে ।আর যার কারণে শিক্ষার্থীরা বিজ্ঞানে পড়ার আগ্রহ হারাচ্ছে ।তাই শিক্ষার্থীদের দাবি পদার্থে যেনো সৃজনশীল পদ্ধতি উঠিয়ে দেওয়া হয় ।
মন্তব্য চালু নেই