ধ্বংস করে দেওয়া হলো মেসির মূর্তি! কেন জানেন?

দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছে লিওনেল মেসির মূর্তি। মূর্তিটির উপরের অর্ধেক অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি সেই অংশও সেখানে নেই।

কোপা আমেরিকার ফাইনালে হারের পরই অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ওই অবস্থায় মান ভাঙিয়ে তাকে দলে ভেড়াতেই বুয়েন্স এইরেসে নির্মাণ করা হয়েছিল মেসির অবিকল একটি মূর্তি। উদ্দেশ্য ছিল মেসির কীর্তিকে সম্মান জানানো। আর সেই মূর্তিকেই কিনা ধ্বংস করে দিয়েছে কিছু দুষ্কৃতকারী!

মূর্তিটির উপরের অর্ধেক অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। সোমবার এমনই ঘটনা ঘটেছে। সেই মূর্তির উপরের অর্ধেক অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি সেই অংশও সেখানে নেই।

ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতিও দেওয়া হয়েছে বুয়েন্স এইরেস শহরের স্থানীয় সরকারের পক্ষ থেকে, ‘লিওনেল মেসির মূর্তিটি দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছে। তার উপরের অর্ধেক অংশ উধাও।’

অর্ধেক অংশ ধ্বংস করা হলেও বিবৃতিতে আরও বলা হয়, ‘মূর্তিটি সংস্কারের কাজ শুরু করা হবে।’

মেসির মান ভাঙাতে মূর্তিটি নির্মাণ করা হলেও এর উন্মোচনের পরই ব্যাপক রোষানলের মুখে পড়েছিলেন বুয়েন্স এইরেসের মেয়র।



মন্তব্য চালু নেই