ধোনি বিতর্কের মাঝেই এবার রোহিত শর্মাকে নিয়ে ঝড়
বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বই স্কোয়াডে বিবেচিতই হলেন না রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজে চোট পেয়েছিলেন ডান হাতি তারকা ক্রিকেটার। এখনও চোট সারেনি বলেই জানা গিয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে তিনি চোটের কারণেই জাতীয় দলে জায়গা পাননি। তবে সূত্রের খবর ছিল বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে পারফর্ম করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্ট ম্যাচের জন্য নির্বাচকদের বার্তা দিতে পারেন।
তবে ঘনিষ্ঠমহল সূত্রের খবর, রোহিত নিজেই বিজয় হাজারেতে খেলতে চাননি। কারণ, তিনি এখনও পুরোপুরি ফিট নন। রোহিতের অনুপস্থিতিতে মুম্বইয়ের হয়ে প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন আদিত্য তারে।
চোটের কারণে রঞ্জি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অনেক ম্যাচ খেলতে না পারার পর মুম্বই স্কোয়াডে কামব্যাক করেছেন ধবল কুলকার্নি। ধবলের সঙ্গে মুম্বইযের পেস বিভাগের দায়িত্ব থাকছে শার্দুল ঠাকুরের উপর।
মন্তব্য চালু নেই