ধোনি খেলছেন না, নেতৃত্বে কোহলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল শুরু হতে চলা অ্যাডিলেড টেস্টে খেলা হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির।

বৃদ্ধাঙ্গুলের ইনজুরির কারণে খেলতে পারবেন না ভারত অধিনায়ক। ফলে সিরিজের প্রথম এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি, সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো। ২০১২ সালের জানুয়ারির পর এই প্রথম টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলতে পারবেন না এমএসডি। যার অর্থ দাঁড়াচ্ছে বিকল্প উইকেটরক্ষক হিসেবে মঙ্গলবার মাঠে নামতে পারেন বাংলার ঋদ্ধিমান সাহা।



মন্তব্য চালু নেই